ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাবি বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট উদ্বোধন

ঢাবি বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার নতুন ওয়েবসাইট https:/ww/w.du.ac.bd/offices/OSW আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়েবসাইট উদ্বোধন করেন। এসময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিজ্ঞান কারখানার ইনচার্জ অধ্যাপক ড. জুলফিকার হাসান খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বহুতল ভবন নির্মাণ এবং উন্নত ও আধুনিক মেশিন স্থাপনের মাধ্যমে বিজ্ঞান কারখানাকে আধুনিকায়ন করা হবে। নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিজ্ঞান কারখানার কার্যক্রম আরও স্বচ্ছ, গতিশীল ও আধুনিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত