ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে ‘Data-Driven Solutions: Unlocking Nwe Possibilities’ শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গতকাল

রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এবং সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. তামান্না হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. ইশরাত রায়হান। ইনস্টিটিউটের শিক্ষার্থী তাসনুবা বিনতে ফরাজী ও হুমায়রা মাহজেবিন তুরিন অনুষ্ঠান সঞ্চালন করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ডাটা সায়েন্সের ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন এবং টেকসই উন্নয়নে পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান চাহিদার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের বৃহত্তর কল্যাণে এই খাতে গবেষণা আরও জোরদার করা জরুরি। সম্মেলনে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকদের তিনি স্বাগত জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত