ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

অনুষ্ঠিত হলো ‘ফাস্ট ওয়াস ঢাকা ম্যান’স হাফ ম্যারাথন

অনুষ্ঠিত হলো ‘ফাস্ট ওয়াস ঢাকা ম্যান’স হাফ ম্যারাথন

রাজধানী ঢাকায় অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ফাস্ট ওয়াস ঢাকা ম্যান’স হাফ ম্যারাথন ২০২৬’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা এই প্রতিযোগিতার আয়োজন করে।

এই ম্যারাথনে দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার রানার অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতাটি রাজধানীর নান্দনিক ও পরিকল্পিত এলাকা হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়।

ইভেন্টটিতে মোট দুটি ক্যাটাগরি ছিল, ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) এবং ১০ কিলোমিটার রান। প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৫ জন করে মোট ১০ জন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি বিবেচনায় রেখে মোট ১ লাখ টাকার নিউট্রিশন পোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত