ঢাকা সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’

‘শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’

সাংস্কৃতিক চিত্তবিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এ কথা বলেছেন।

গতকাল শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন খুলনা বিভাগের আবাসিক প্রতিষ্ঠানগুলো নিবাসীদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, তরুণ সমাজের মধ্যে খেলাধুলাকে জনপ্রিয় করে তুলতে পারলে মাদকসহ নানা সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত রাখা সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত