
টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ১৮ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য জানান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বদ্ধপরিকর বাংলাদেশ কোস্ট গার্ড। গত ১৭ মে ২০২৫ তারিখ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড একক এবং র্যাবের সমন্বয়ে ৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সর্বমোট ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১,৬১,০০০ পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি