
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৯ জন গবেষক পিএইচডি, ২৩ জন এমফিল এবং একজন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। পিএইচ.ডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে মো. আবু বকর ছিদ্দিক ও খন্দকার ফারহানা রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মোহাম্মদ আব্দুল জাব্বার, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধীনে মোহাম্মদ নূরুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে মোছা. শেহেলা পারভীন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে খোরশেদা আক্তার, ফলিত গণিত বিভাগের অধীনে উম্মে রুমান, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে খন্দকার নূর-ই জান্নাত, ফিন্যান্স বিভাগের অধীনে সামিয়া সুলতানা তানি, মার্কেটিং বিভাগের অধীনে মো. শাহীদুর রহমান খান, সংগীত বিভাগের অধীনে আহমাদ মায়া আখতারী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধীনে নিসরাত জাহান ও সাদিয়া নূর, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. ফুয়াদ আল কবির, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে মুহম্মদ সাইদ উল্লাহ্, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রোখসানা পারভীন, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধীনে সঞ্জয় চক্রবর্ত্তী, রসায়ন বিভাগের অধীনে মো. নজরুল ইসলাম এবং ইতিহাস বিভাগের অধীনে মোহাম্মদ আবুল কাউসার।
এমফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- আরবি বিভাগের অধীনে মো. ফারুক হোসেন ও মো. মোফাজ্জেল, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মোছা. জেসমিনআরা, সংগীত বিভাগের অধীনে মধুবন্তী নন্দী ও তৌহিদা তামান্না, নৃবিজ্ঞান বিভাগের অধীনে রিংকি রানী সাহা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধীনে তাহমিদা জাকিয়া, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে ইউ কে এম ফারহানা সুলতানা ও সাদিয়া মেহজাবিন, পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে মুকুল হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধীনে ইন্দ্রানী রায়, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধীনে মো. মেহেদী হাসান, একাউন্টিং বিভাগের অধীনে তাহমিনা হোসেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মৌসুমি রাজ্জাক রনি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে কিংকর ঘোষ ও সান্নী জৈয়সাল, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে শর্মিলা জাহান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আল-আমিন ও মো. শহিদুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে আফরোজা, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধীনে মু. রেজাউল মোস্তফা, ইংরেজি বিভাগের অধীনে ফাতেমা আক্তার ও কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে সোনিয়া সুলতানা। ডিবিএ ডিগ্রিপ্রাপ্ত হলেন- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে মো. সামসুল হক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি