ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

চার মাসের কার্যক্রম তুলে ধরল জাকসু

চার মাসের কার্যক্রম তুলে ধরল জাকসু

দায়িত্ব গ্রহণের প্রথম চার মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) যেসব কার্যক্রম বাস্তবায়ন করেছে সেগুলোর বিস্তারিত তুলে ধরেছে জাকসু। সঙ্গে জাকসুর নেতাকর্মীদের জবাবদিহিতা ও তথ্যপ্রবাহ আরও শক্তিশালী করতে উদ্বোধন করা হয় জাকসুর নিজস্ব ওয়েবসাইট। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু জাকসুর চার মাসের কার্যক্রম তুলে ধরেন। এসময় জাকসু জিএস মাজহারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতে ছিলেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার মাসে জাকসু শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ, সাংস্কৃতিক ও ক্রীড়া উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করেছে। একই সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। কার্যক্রমের শুরুতে জাকসুর পক্ষ থেকে স্মৃতিসৌধ, ‘অদম্য ২৪’ ও প্রয়াত জিএসের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শহীদ আবরার ফাহাদের স্মরণে ৮ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আবাসন ও পরিবহন ব্যবস্থাপনায় উদ্যোগের মধ্যে রয়েছে, নতুন ভর্তি হওয়া ৫৪তম ব্যাচের ১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর আবাসন ব্যবস্থাপনা নিয়ে জাকসু ও হল সংসদসমূহের যৌথ বৈঠক, ক্যাম্পাসে চলমান ৮টি কার্টের সঙ্গে আরও ১০টি নতুন কার্ট সংযুক্তি ও রুট নির্ধারণ, পূজার ছুটিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিভাগীয় শহর ময়মনসিংহে বাস সার্ভিস চালু করা, এছাড়া ৪৯তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য পাঁচটি বাসের ব্যবস্থা এবং বহুল আকাঙ্ক্ষিত ঢাকা-ক্যাম্পাস রাত ১০টার বাস সার্ভিস চালু করা হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা উদ্যোগের মধ্যে প্রান্তিক, ডেইরি ও এমএইচ গেটে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবিতে জাকসু ও প্রো-ভিসি (প্রশাসন)-এর মধ্যে বৈঠক। র‍্যাগিং প্রতিরোধে এন্টি-র‍্যাগিং সেল গঠন করা। ক্যাম্পাসসংলগ্ন সড়কে নিরাপত্তা নিশ্চিতে ডেইরি গেট থেকে প্রান্তিক গেট পর্যন্ত ‘হর্ণ বাজানো নিষেধ’ সাইনবোর্ড স্থাপন, স্পিডব্রেকার রং ও সংস্কার, ফুটপাত ও পার্কিং লেন নির্মাণসহ একাধিক অবকাঠামোগত উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত