ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

মোহাম্মদপুরে সেনা অভিযানে মাদককারবারিসহ গ্রেপ্তার পাঁচ

মোহাম্মদপুরে সেনা অভিযানে মাদককারবারিসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় ১২ হাজারের বেশি ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গত ?মঙ্গলবার ভোর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

?সেনা সূত্র জানায়, গত কয়েক দিনে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প জানতে পারে যে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসবে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজু। এই তথ্যের ভিত্তিতে অভিযানের প্রথম পর্যায়ে ভোর আনুমানিক ২টায় টাউনহল এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার চার সহযোগী- রনি, রকি, সুমন ও মহিন’কে গ্রেপ্তার করা হয়। ?অভিযান ১২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য ৩৬ লাখ, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল ওয়েট মেশিন ও ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত