ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক পরিচ্ছন্ন রাখুন

উমর ফারুক নোমানী
সড়ক পরিচ্ছন্ন রাখুন

ইসলাম রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করার প্রতি গুরুত্বারোপ করেছে। যেহেতু ইসলাম ইহ-পরকালে মানুষকে শান্তি ও কল্যাণের দিকে আহ্বান করে, তাই কল্যাণমূলক কোনো ছোট কাজের প্রতিও উৎসাহ দেয়। আল্লাহতায়ালা বলেন, ‘হে মোমিনগণ! তোমরা রুকুণ্ডসেজদা করো, তোমাদের রবের ইবাদত করো, ভালো কাজ করো। হয়তো সফলকাম হবে।’ (সুরা হজ : ৭৭)।

কষ্টদায়ক বস্তু সরানো ঈমান : রাসুল (সা.) বলেন, ‘ঈমানের ৬৭ বা ৭৭টি শাখা রয়েছে। এর সর্বনিম্ন শাখা হলো, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।’ (মুসলিম : ৩৫)।

গোনাহ মাফের মাধ্যম : রাসুল (সা.) বলেন, ‘যদি কেউ চলার পথে কাঁটাযুক্ত গাছের ডাল পায়, এরপর তা সরিয়ে দেয়, আল্লাহ তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোনাহ মাফ করে দেন।’ (বোখারি : ৬৫২)।

জান্নাত লাভের উপায় : রাসুল (সা.) বলেন, ‘আমি এক ব্যক্তিকে জান্নাতের গাছের নিচে ঘোরাঘুরি করতে দেখেছি, যে রাস্তা থেকে কষ্টদায়ক গাছটি কেটে দিয়েছিল।’ (মুসলিম : ১৯১৪)। অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি রাস্তা থেকে পাথর সরিয়ে দিলো, তার জন্য একটি নেকি লেখা হলো। যার জন্য একটি নেকি লেখা হলো, সে জান্নাতে প্রবেশ করবে।’ (তাবারানি : ১৬০১৮)।

উত্তম কাজ : রাসুল (সা.) বলেন, ‘আমার কাছে বান্দার ভালো-মন্দ যাবতীয় আমল পেশ করা হয়েছে। আমি ভালো আমলগুলোর মধ্যে পেয়েছি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়াকে।’ (মুসলিম : ৫৫৩)।

উপকারী আমল : এক সাহাবি রাসুল (সা.)-কে বললেন, ‘হে আল্লাহর রাসুল (সা.)! আমাকে উপকারী কিছু শিক্ষা দিন।’ তিনি বললেন, ‘মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও।’ (মুসলিম : ২৬১৮)।

অপরের প্রতি দয়ার মাধ্যম : রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার মাধ্যমে অপরের প্রতি দয়া করা হয়। রাসুল (সা.) বলেন, ‘তোমরা জমিনবাসীর ওপর দয়া করো, আসমানবাসী তোমাদের ওপর দয়া করবেন।’ (তিরমিজি : ১৯২৪)।

মুসলমানের বিপদ দূর হয় : রাস্তা থেকে বিপদ দূর করা মূলত একজন মুসলমান ভাইয়ের থেকে বিপদ দূর করা। যেকোনো সময় কেউই বিপদে পড়তে পারেন, কষ্ট পেতে পারেন।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করে, আল্লাহ কেয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন।’ (বোখারি : ২৪৪২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত