প্রিন্ট সংস্করণ
০০:০০, ২৮ জানুয়ারি, ২০২৬
গোনাহমুক্ত জীবন আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। গোনাহ থেকে মুক্ত থাকলেই পরকালে মিলবে জান্নাত। কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহতায়ালা বান্দাদের গোনাহ মাফের দোয়া শিখিয়েছেন। যেমন-
১. রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি।
অর্থ : হে আমার রব! নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। (সুরা কসাস : ১৬)।
২. রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন।
অর্থ : হে আমাদের রব! আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। (সুরা মোমিনুন : ১১৮)।
৩. রব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কদির।
অর্থ : হে আমাদের রব! আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন; নিশ্চয় আপনি সর্ববিষয়ে সর্ব ক্ষমতাবান। (সুরা তাহরিম : ৮)।
৪. রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওওয়াবুর রহিম।
অর্থ : হে আমাদের রব! আপনি আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি অধিক তওবা কবুলকারী ও দয়াময়। (সুরা বাকারা : ১২৭-১২৮)।
৫. রব্বানা ইন্নানা আমান্না ফাগফিরলানা জুনুবানা ওয়াকিনা আজাবান্নার।
অর্থ : হে আমাদের রব! নিশ্চয় আমরা ঈমান এনেছি। অতএব, আমাদের গোনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আলে ইমরান : ১৬)।