ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টি দিয়ে দেখার পরামর্শ

সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টি দিয়ে দেখার পরামর্শ

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ক্রিটিসিজম আছে। তবে অনেক অর্থনীতিবিদ কিছুই দেখেন না; আসলে দেখতে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চায়, দেখতে পারবে না।’ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদরদপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা এবং ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে এনবিআর। সেমিনারে সভাপতিত্ব করেন, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বক্তব্য রাখেন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। অর্থনীতি নিয়ে যারা ক্রমাগত সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। আমাদের অনেক জুনিয়র অর্থনীতিবিদ, তারা কিছুই নাকি দেখেন না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ, কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি। যদি দেখতে না চায়, দেখতে পারবে না।’

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যও প্রচার করা উচিত। সূক্ষ্ম বিষয় থাকতে পারে। ‘গ্লাসের অর্ধেক দিকটা না দেখে, পানি ভর্তি উপরের দিকে তাকান। শুরুই যদি করেন অনেক কিছু বাকি আছে, অনেক কিছুই নাই।’ উপদেষ্টা বলেন, ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে বা অনেকে থাকে। আমি সব সময় বলি স্বচ্ছতা দিনের আলোতে বেরিয়ে আসে। আমার একটা কথা- সানশাইন ইজ দ্য বেস্ট এন্টিসেপটিক। যতই সেভলন ব্যবহার করি, ডেটল ব্যবহার করি, ড্রেসিংয়ের সময় দেখবেন ডাক্তাররা কিন্তু কিছু দেয় না; জাস্ট একটু মুছে দেয়। অনলাইনে আয়কর রিটার্ন প্রক্রিয়া আরেকটু সহজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার বয়স ৬৫ বছরের বেশি; হয়তো একটু পাব চেষ্টা করব। তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক সেভি না। শুধু টেলিফোনটায় মেসেজ নিতে পারি আর ইমেইল দিতে পারি। এর বেশি কিছু করলে, আটকে গেলে আমি পারি না। এটা কিন্তু সবার জন্য; আমি মনে করি যে এটা ইউনিভার্সাল একটা সিস্টেম। সবাই বুঝতে পারবে। কম্পিউটার ভাষা এমন ভাষা যে সবাই বুঝতে পারবে, এক্সেস করতে পারবে। ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, বাজেটের পর একটি সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয় না যে কী ধরনের পরিবর্তন হয়েছে। কোনটা ভালো, কোনটা খারাপ সেটা বেসরকারি খাত থেকে আমরা শুনি, এর মধ্যে অনেক ভুলও হয়। তিনি বলেন, যারা এনবিআর নিয়ে রিপোর্ট করে তাদের নিয়ে বাজেটের পরবর্তী সময়ে একটি সেমিনার করা প্রয়োজন। বাজেটে যে পরিবর্তন করা হয়েছে সেগুলো আসলে কী ও কেন করা হয়েছে; কতটা রাজস্ববান্ধব এই জিনিসগুলো যদি আমাদের গণমাধ্যম কর্মীদের বোঝান তাহলে তারা জাতিকে বোঝাতে পারবে। ভুল বোঝাবুঝি কমে যাবে। সেমিনারে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আনা পরিবর্তন নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেমিনারে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত