
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদণ্ডএর আয়োজনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা ৫০ জন শিক্ষার্থী এই ব্যতিক্রমধর্মী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কে দিনব্যাপী গ্রুপভিত্তিক বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে রেসিংয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয় বিজয়ী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ। তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, ‘এই কম্পিটিশনের মাধ্যমে মোটো রেসিংয়ে তরুণেরা আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং আগামীতে আন্তর্জাতিক রেসেও অংশ নিতে উৎসাহিত হবে।’ প্রথম রানার-আপ হন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী যুবায়ের হোসেন। তিনি পান ৩০ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় রানার-আপ সাইয়ীদ হোসেন চন্দন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই শিক্ষার্থী পেয়েছেন ২০ হাজার টাকা নগদ পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগদের সহকারী প্রশাসক খন্দকার শাহনূর সাব্বির। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি