
মিডল্যান্ড ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৫ বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত নিলুফার হাইটস টাওয়ারে গত ০২ আগস্ট অনুষ্ঠিত হয়। অর্ধবার্ষিক ব্যবসা সম্মেলনটি দুটি ভাগে অনুষ্ঠিত হয়।
রিটেইল ডিস্ট্রিবিউশন, কার্ডস, আইডি-এনআরবি সকালের বিভাগে এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই ও ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বিকালের বিভাগে অংশগ্রহণ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিটসমূহের প্রধানরা, শাখা ও উপ-শাখার ব্যবস্থাপকরা ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন।
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি