ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফেবোয়াবের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রেজাউল করিম

ফেবোয়াবের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন রেজাউল করিম

ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফেবোয়াব)-এ প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল করিমকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন উইং-এর পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর মো. রেজাউল করিম ১২০ দিনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। এরপর নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত