
ওয়াশিংটনের শুল্ক হুমকির সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে টোকিও একটি চুক্তিতে পৌঁছানোর পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও আশাবাদ ফিরে এসেছে। গতকাল মঙ্গলবার জাপানের নিক্কেই ২২৫ শেয়ার সূচক এক লাফে ১,১০০ পয়েন্টের বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানায়।
বিকেলে নিক্কেই ২.৮ শতাংশ বা ১,১৬২.৮৬ পয়েন্ট বেড়ে ৪২,৯৮৩.৩৪ এ পৌঁছেছে এবং কিছুটা হ্রাস পেয়েছে। আগের রেকর্ড ছিল ৪২,৪২৬.৭৭, যা গত বছরের জুলাই মাসে স্থাপন করা হয়েছিল। ইওয়াইকসমো সিকিউরিটিজ এক বাজার ভাষ্যে জানিয়েছে যে, মার্কিন-চীন বাণিজ্য আলোচনার উত্তেজনা প্রশমিত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (সুদের) হার আসন্ন হ্রাস সম্পর্কে জল্পনা-কল্পনা জাপানি কোম্পানিগুলোর পুনরুদ্ধার সম্পর্কে বিনিয়োগকারীদের আশা জাগিয়ে তুলেছে।
এর ফলে ক্রয় অব্যাহত ছিল, এটি আরও যোগ করেছে। দুপুরের বিরতির পরপরই বড় পরিসরের শেয়ারের দাম বৃদ্ধি পেতে থাকে। এতে করে শেয়ার কেনার ধারা অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানায়।