ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ কৃষি ব্যাংকে দোয়া ও মোনাজাত

বাংলাদেশ কৃষি ব্যাংকে দোয়া ও মোনাজাত

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (বি-৯৮৫)) সিবিএ এর উদ্যোগে গতকাল রোববার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন­- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. খালেদুজ্জামান। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন এর সঞ্চালনায় প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত