
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের বেশিরভাগ কর্মকর্তা মনে করছেন, মুদ্রাস্ফীতির ঝুঁকি কর্মসংস্থান সম্পর্কিত ঝুঁকির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এক নীতিনির্ধারণী বৈঠকের কার্যবিবরণীতে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ বিভাজনকে স্পষ্ট করেছে। সূত্র, এএফপি। জুলাইয়ের শেষ দিকে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারীরা ফেডের দ্বৈত দায়িত্ব, স্থিতিশীল মূল্য বজায় রাখা ও সর্বোচ্চ কর্মসংস্থান নিশ্চিত করা দুটো ক্ষেত্রেই চ্যালেঞ্জ দেখেছেন এবং তারা সুদের হার পরিবর্তনের সঠিক সময় নিয়ে আলোচনা করেছেন বলে গত বুধবার প্রকাশিত কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অধিকাংশ অংশগ্রহণকারী মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী ঝুঁকিকে এই দুটির মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন। শুধুমাত্র কয়েকজন অংশগ্রহণকারী কর্মসংস্থানের জন্য নেতিবাচক ঝুঁকিকে আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। ফেডের সুদের হার নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটিতে মতভেদ রয়েছে, যেখানে জুলাই মাসে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ও মিশেল বোম্যান ভিন্নমত পোষণ করেছেন। সামগ্রিকভাবে নীতিনির্ধারকরা সুদের হার অপরিবর্তিত রেখে একটি সীমার মধ্যে তা বজায় রাখার পক্ষে ভোট দেন।