ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুঁজিবাজারে দরপতন থামলেও লেনদেনে ভাটা

পুঁজিবাজারে দরপতন থামলেও লেনদেনে ভাটা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন যেকয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে পাঁচগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকে উত্থান হয়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ আরও তলানিতে নেমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল মঙ্গলবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ৫৬টির দর। বাজারে অপরিবর্তিত ছিল ৪৭টি সিকিউরিটিজের দর। দর বৃদ্ধি হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৪টি, ‘বি’ ক্যাটাগরির ৭১টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৬০টি শেয়ার ও ইউনিট রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। এছাড়া ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে উঠেছে। ঢাকার এই বাজারে গতকাল লেনদেনের পরিমাণ আগের দুই কার্যদিবসের চেয়ে আরও কমেছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ টাকা। গত সোমবার ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জের লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা। তার আগের দিন গত রোববার ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত