
বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এসময় তিনি ব্যাংক কর্মীদের গ্রাহকের সেবক হওয়ার নির্দেশনা দেন। রূপালী ব্যাংকের অ্যাপস ও মোবাইল ব্যাংকিংসেবা রূপালী ক্যাশের সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন শেখ। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি