
সপ্তাহের গতকালকের কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স সামান্য কমলেও ডিএসই-৩০ সূচক বেড়েছে। ডিএসই সূত্র জানায়, দিন শেষে ডিএসইএক্স সূচক ১ দশমিক ২৬ পয়েন্ট কমে ৪,৯৫৩ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১,০০৫ দশমিক ৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ব্লু-চিপ শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১,৮৯৫ দশমিক ৫৩ পয়েন্টে উন্নীত হয়েছে। গতকাল ডিএসইতে মোট ১ লাখ ৪৫ হাজার ৯৬০টি লেনদেনের মাধ্যমে ১৬ কোটি ৮ লাখ ৩৭ হাজার ৮৪৯টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। লেনদেনের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৪৫৪ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৯৭২ টাকা। সব ক্যাটাগরি মিলিয়ে গতকাল ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এরমধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।