
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ) ও জাতীয়তাবাদী ফোরামের যৌথ উদ্যাগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) মো. জাহিদ হোসেন, অন্যতম সমন্বয়ক (উপমহাব্যবস্থাপক) সৈয়দ লিয়াকত হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বি-৯৮৫ (সিবিএ)-এর সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, নারায়নগঞ্জ-এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (ডিজিএম) মো. আলাউদ্দিনসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীাভ। এসময় ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি