ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

দীর্ঘমেয়াদে সেবা প্রদান করা কর্মীদের সম্মাননা জানাল মধুমতি ব্যাংক

দীর্ঘমেয়াদে সেবা প্রদান করা কর্মীদের সম্মাননা জানাল মধুমতি ব্যাংক

মধুমতি ব্যাংক পিএলসি গত মঙ্গলবার দীর্ঘমেয়াদে সেবা প্রদানকারী কর্মীদের সম্মাননা অনুষ্ঠান ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে সফলতার সঙ্গে আয়োজন করেছে। যেখানে ব্যাংকের সঙ্গে সফলভাবে ৫ বছর ও ১০ বছর পূর্ণ করা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এবং সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা। ব্যাংকের অগ্রগতি ও সাফল্যে ধারাবাহিক অবদান এবং কর্মকর্তাদের নিষ্ঠা, পেশাদারিত্বের প্রতি ব্যাংকের গভীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত