পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৫। টুর্নামেন্টে মোট নয়টি ইভেন্টের মধ্যে ৭টিতে জয় লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিকেএসপি। গতকাল বৃহস্পতিবার সকালে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিকোসেপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান তার সাথে উপস্থিত ছিলেন।
বালিকা বিভাগে অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির মানভা চ্যাম্পিয়ন ও আসফি রানার-আপ, অনূর্ধ্ব-১৪ ইভেন্টে বিকেএসপির ঊশা চ্যাম্পিয়ন ও প্রো টেনিস একাডেমির মাস্তরা আফরিন রানার-আপ, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির জান্নাতুল ফেরদৌস চ্যাম্পিয়ন ও নওগাঁ টেনিস ক্লাবের ইয়ানা কোরেশি রানার-আপ, অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বিকেএসপির সুবর্না খাতুন চ্যাম্পিয়ন ও মাসুদা অঅক্তার রানার-আপ হন।
বালক বিভাগে অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির জুবায়ের চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের আল রাফি রানার-আপ, অনূর্ধ্ব-১৪ ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন চ্যাম্পিয়ন ও সাবির ইসলাম রানার-আপ, অনূর্ধ্ব-১৬ ইভেন্টে বিকেএসপির তুষার চ্যাম্পিয়ন ও আলিফ রানার-আপ, অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের জারিফ আবরার চ্যাম্পিয়ন ও রানার-আপ সায়েম রানার আপ এবং বালক দৈত ইভেন্টে বাংলাদেশ টেনিস ফেডারেশনের জারিফ আবরার ও মো. সায়েম চ্যামিপয়ন এবং বিকেএসপির ছবিদ বড়ুয়া জয় ও মালেক বিন মাহাত রানার আপ হন।
৫ দিনের এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব, ফেডারেশন ও প্রতিষ্ঠানের হয়ে ২৪ টি দলের মোট ১১২ জন তরুণ-তরুণী ৯টি ইভেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো- বাংলাদেশ টেনিস ফেডারেশন, ধানমন্ডি টেনিস ক্লাব, উত্তরা টেনিস ক্লাব, ঢকা ক্যান্টনমেন্ট টেনিস ক্লাব, রাজশাহী টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস কমপ্লেক্স, ঝালকাঠি টেনিস ক্লাব, মেহেরপুর টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, মানিকগঞ্জ টেনিস ক্লাব, স্টেশন ক্লাব বগুড়া, বিপিএটিসি-সাভার, মাদারীপুর টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাগুড়া টেনিস ক্লাব, গোপালগঞ্জ টেনিস ক্লাব, খুলনা টেনিস ক্লাব, ঢাকা অফিসার্স ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রেশন ক্লাব, গুলশান ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, নাটোর টেনিস ক্লাব ও স্বাগতিক বিকেএসপি।