শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার স্পটলাইটে থাকবেন। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু লড়াই ফাইনালকে আরও বেশি আকর্ষনীয় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে।
বিরাট কোহলি-মিচেল স্যান্টনার : গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে ব্যাট হাতে ভারতের সেরা পারফরমার বিরাট কোহলি। ৪ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে দলের হয়ে সর্বোচ্চ ২১৭ রান করেছেন তিনি। ফাইনালে ১১ রান করলেই টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক হবেন কোহলি। ২২৭ রান নিয়ে সবার উপরে আছেন ইংল্যান্ডের বেন ডাকেট। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ১০০ ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন কোহলি। বল হাতে দারুণ পারফরমেন্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও দলকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৩০ রান। তাই ফাইনালের মঞ্চে জমজমাট লড়াই হবে কোহলি ও স্যান্টারের মধ্যে। ব্যাটিংয়ে স্যান্টনারের বিপক্ষে কোহলির গড় ৬০-এর উপর। তবে চারবার স্যান্টারের বলে আউট হয়েছেন কোহলি।
মোহম্মদ সামি-কেন উইলিয়ামসন : ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার মোহাম্মদ সামি। বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি সামি। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেন। রাচিনের পর নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। ৪ ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৮৯ রান করেছেন তিনি। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে ৮১ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামসন। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানের নান্দনিক ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
শুভমান গিল-ম্যাট হেনরি : বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেন ভারতের ওপেনার শুভমান গিল। ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। কিন্তু পরের চার ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে আউট হন তিনি।
ফাইনালে নিউজিল্যান্ডের পেস আক্রমণকে সামলাতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গিলকে। বিশেষভাবে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরিকে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ইনিংসে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেছেন তিনি। গ্রুপ পর্বে গিলকে ২ রানে লেগ বিফোর আউট করেছিলেন হেনরি। তবে ফাইনালে হেনরির খেলা নিয়ে শঙ্কা রয়েছে। সেমিফাইনালে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট পান হেনরি। গতকাল হেনরির ইনজুরি নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘এই মুহূর্তে হেনরির অবস্থা অজানা। এখনও কাঁধে কিছুটা ব্যথা হচ্ছে। আশা করি, সে সুস্থ হয়ে যাবে।’
রাচিন রবীন্দ্র-বরুণ চক্রবর্তী : এবারের আসরে নিউজিল্যান্ডের সেরা ব্যাটার রাচিন রবীন্দ্র। ৩ ইনিংসে ২টি সেঞ্চুরিতে ২২৬ রান করেছেন তিনি। গ্রুপ পর্বে বাংলাদেশ ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান রাচিন। ভারতের বরুণের সামনে পরীক্ষা দিতে হবে রাচিনকে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৬ রানের বেশি করতে পারেননি তিনি।
ভারতের হয়ে ২ ম্যাচ খেলে ৭ উইকেট নেন বরুণ। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বরুণ। আরও একবার নিউজিল্যান্ড ব্যাটারদের পরীক্ষায় ফেলবেন এই রহস্যময় স্পিনার।