ঢাকা শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ফের ইনজুরিতে নেইমার

ফের ইনজুরিতে নেইমার

কদিন আগেই মাঠে নেমেছিলেন লম্বা এক ইনজুরি পার করে। প্রায় ১ বছর পর মাঠে ফিরেছিলেন নিজের শুরুর ক্লাব সান্তোসে। লম্বা ইনজুরির কারণে চুক্তিও বাতিল করেছেন সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে। তবে দুর্ভাগ্যটা যেন পিছু ছাড়ল না নেইমারের।

সান্তোসের হয়ে কয়েক সপ্তাহ খেলার পরেই আবারও ইনজুরির কবলে পড়েছেন তিনি। আকস্মিক এই ইনজুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তার এই চোট ব্রাজিল দলে ফিরে আসার পথও কঠিন হলো। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের সবশেষ ম্যাচের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির কারণ হিসেবে দলের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে রোমানো জানান, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’ পরে নেইমার নিজেই জানান ইনজুরির কথা, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত