ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শিখতে নয়, জিততে চান সোহান

শিখতে নয়, জিততে চান সোহান

ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পরীক্ষা দিতে যাচ্ছেন লাল সবুজের প্রতিনিধিরা। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটির জন্য দলের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে। এই সিরিজটি কেবল জয়-পরাজয়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়। জাতীয় দলের জায়গা পূরণের মঞ্চ হয়ে উঠছে। শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচ দেখতে তাই জাতীয় দলের কোচ ফিল সিমন্সও আছেন সেখানে।

তাই জাতীয় দলের মোড়কেই ‘এ’ দলে আছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সাইফ হাসান, ইয়াসির আলীরা। শুরুতে মোস্তাফিজুর রহমান থাকলেও তার জায়গায় নেওয়া হয়েছে খালেদ আহমেদকে। জাতীয় দলের হয়ে সবশেষ ২০২৩ সালে খেলেছেন সোহান।

১১ টেস্ট, ৭ ওয়ানডে আর ৪৬ টি-টোয়েন্টি খেলা নুরুল হাসান সোহান এবারের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ইনিংসে ৫৮ গড় ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে করেছেন ৫২২ রান। ৯ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিয়ে আসা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে সোহান বললেন, ‘আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। যে পরিস্থিতিই থাকুক, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে সেরাটা দেওয়াই আমাদের লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, ‘অবশ্যই আমার কাছে মনে হয় সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে। শতভাগ দিয়ে ভালো কিছু যেন করতে পারি এটাই আশা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সবার একটা লক্ষ্য। যতবারই আমার কাছে মনে হয় খারাপ সময় থাকে, সেখান থেকে নিজেকে অনুপ্রাণিত করে চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি। বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই। এটাই আসলে বড় লক্ষ্য।’ ‘এ’ দলে পারফর্ম করলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা থাকে। তাছাড়া কোচ ফিল সিমন্স দেখতে যান ঘরোয়া লিগের ম্যাচ। তার নজরে পড়তেও সেরাটা দিতে চাইবেন অনেকে। এ নিয়ে সোহান বললেন, ‘অবশ্যই এটা একটা সুযোগ। আমিও অনেক দিন পর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আবার। তাই আমার কাছে মনে হয়, সবাই চাইবে সবার জায়গা থেকে দলের জয়ে অবদান রাখার। একই সঙ্গে মনে করি যে ব্যক্তিগত কোনো কিছু না। আমরা এখানে শিখতে আসিনি। সবার লক্ষ্য একটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কীভাবে জিততে পারি।’

‘এ’ দলের কোচ হিসেবে আছেন মিজানুর রহমান বাবুল। তিনি জানালেন তাদের মূল ভাবনায় থাকবে জাতীয় দলের ঘাটতি পূরণ, ‘জাতীয় দলের যে গ্যাপগুলো আছে সেগুলো পূরণ করা আমাদের লক্ষ্য। পাশাপাশি ভালো ক্রিকেট খেলে তো জিততেই চাইব। পাইপলাইন সমৃদ্ধ করাই আমাদের কাজ। কিছু খেলোয়াড় আমরা তৈরি রাখতে চাই জাতীয় দলের জন্য।’ অবশ্য পাইপলাইন বলা হলেও ‘এ’ দলের হয়ে খেলবেন প্রতিষ্ঠিত ক্রিকেটাররা। যাদের প্রত্যেকেরই আছে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা। সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়ানো খেলোয়াড়দের ঠাঁই হয়েছে ‘এ’ দলে। এদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ হলেও এখান থেকেই বিকল্প খেলোয়াড় তৈরি রাখতে চায় বিসিবি। মিজানুর জানালেন, জাতীয় দলের প্রধান কোচ সিমন্সের নির্দেশনা থেকে জাতীয় দলের ভিত মজবুত করতে কাজ করতে চান তারা, ‘উনি জাতীয় দলের প্রধান কোচ, তার অধীনেই আমরা যারা আছি তারা নির্দেশনা শুনব। তার দলটাকে সমৃদ্ধ করার জন্য আমরা নিচ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার তা দিব। সবগুলো একটা ছাতার নিচেই থাকা উচিত। উনি এসেছেন ওনাদের চাওয়া অনুযায়ী কাজের সুযোগ করে দেবেন।’

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড: নুরুল হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত