ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ছুটি কাটিয়ে ঢাকায় কোচ কাবরেরা

ছুটি কাটিয়ে ঢাকায় কোচ কাবরেরা

প্রায় চার সপ্তাহের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

গত ২৬ এপ্রিল হঠাৎ করেই তিনি স্পেন গিয়েছিলেন।

জানা গেছে, অসুস্থ স্ত্রীকে দেখতেই দেশে গিয়েছিলেন কাবরেরা। ছুটি কাটিয়ে গত বুধবার ভোরে তিনি ঢাকায় আসেন। গত ২২ এপ্রিল কাবরেরা ঢাকায় ফিরেছিলেন প্রায় এক মাস ছুটি কাটিয়ে। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই তিনি দেশে গিয়েছিলেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ বুধবার ভোরে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ২৯ মে। ৩১ মে ভুটান ও সিঙ্গাপরের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন ক্যাবরেরা।’

অনুশীলনের শুরুর দিন থেকে হামজাকে পাওয়ার নিশ্চয়তা নেই বলেই জানান আমের খাঁন। তার কথা, ‘হামজা ঠিক কবে আসবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা জানতে চেয়েছি ওর পরিবারের কাছে। দিনক্ষণ জানালে সেভাবে তার টিকিটের ব্যবস্থা করা হবে।’

তবে একটি সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী ১ বা ২ জুন ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। এদিকে কানাডা প্রবাসী সামিত সোমকে অনুশীলনের প্রথম দিন থেকে পাওয়া যাবে না, সেটা আগেই নিশ্চিত করেছে বাফুফে। কারণ, ১ জুন তার কানাডা লিগের ম্যাচ আছে। ইতালি প্রবাসী ফাহামেদুল প্রথম দিন থেকে অনুশীলন করবেন বলেই বাফুফে থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত