ঢাকা সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফর্টিসের বিপক্ষে পয়েন্ট হারাল মোহামেডান

ফর্টিসের বিপক্ষে পয়েন্ট হারাল মোহামেডান

সপ্তাহ খানেক আগে পুলিশের বিপক্ষে মোহামেডানের জয় আর বসুন্ধরা কিংসের কাছে আবাহনীর হারের পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারিত হয়ে গেছে। প্রথমবারের মতো শিরোপা জয়ের দিকে আরেক ধাপ এগিয়ে গেছে সাদা-কালোরা। তবে মোহামেডানের সেই এগিয়ে থাকার সুবিধাটা কিছুটা কমিয়ে দিয়েছে ফর্টিস এফসি। উজ্জীবিত ফর্টিসের বিপক্ষে ম্যাচ জুড়ে মলিনতার বৃত্তে আটকে থাকল মোহামেডান। শুরুতে গোলও হজম করল তারা। পরে সেই ধাক্কা সামলে নিলেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে কাঙ্ক্ষিত বড় লাফটা দিতে পারল না ঐতিহ্যবাহী ক্লাবটি। গতকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের চতুর্দশ রাউন্ডে ফর্টিসের বিপক্ষে ১-১ ড্র করেছে মোহামেডান। প্রথম পর্বের দেখায় ফর্টিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আলফাজ আহমেদের দল। এই ড্রয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহামেডান। এক ম্যাচ কম খেলা আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৯ পয়েন্ট ফর্টিসের। শুরু থেকে মোহামেডানকে চেপে ধরে ফর্টিস। অষ্টম মিনিটে ইসা জালোর দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। ২২তম মিনিটে মোহামেডানকে জোর ধাক্কাটা দেয় ফর্টিস। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালো বল বাড়ান পিয়াস আহমেদ নোভাকে। ডান পায়ের ভলিতে আসরে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড। ৩৫তম মিনিটে কাছের পোস্টে নেওয়া পা ওমার বাবুর শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। বিরতির আগে মোজাফফরভের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়। যোগ করা সময়ে পা ওমারকে আটকাতে বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন সাকিব। ফর্টিসের খেলোয়াড়রা লাল কার্ডের দাবি তোলে, তবে রেফারি জালাল উদ্দিন দেন হলুদ কার্ড। ৫৬তম মিনিটে কর্নারের পর বক্সে ভালো জায়গায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি মেহেদী হাসান মিঠু। ৭২তম মিনিটে সমতার স্বস্তি ফেরে মোহামেডানের তাবুতে। কর্নার ক্লিয়ার হওয়ার পর বক্সের বেশ বাইরে বল পেয়ে যান মাহাবুব আলম, দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ডিফেন্ডারের দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৮১তম মিনিটে পা ওমরের বাম পায়ের শট ক্রসবারে প্রতিহত হলে বেঁচে যায় মোহামেডান। দিনের অন্য ম্যাচে, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বসুন্ধরা কিংস। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভ্যালেরি তিতের দল। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত