বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ রিচার্ড পাইবাস এখন ঢাকায়। তাঁকে নিয়ে এসেছে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের গেম ডেভেলপমেন্ট এবং প্রশিক্ষণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রিচার্ড পাইবাস। ‘বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক গেম ডেভেলপমেন্ট এবং ট্রেনিং ডিরেক্টর হিসেবে পাইবাসকে গর্বের সঙ্গে স্বাগত জানাচ্ছে। একজন বিশ্বমানের স্বপ্নদ্রষ্টা এখন বাংলাদেশের সবচেয়ে উন্নত ক্রিকেট ইকোসিস্টেমের মাধ্যমে ক্রিকেট বিপ্লব ঘটাতে কাজ করবেন, জানিয়েছে বসুন্ধরা কিংস। তিন মাসের জন্য এই দায়িত্ব নিয়ে পাইবাস বলেছেন, ‘এখানকার প্রতিভাদের দেখার এবং পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের চিহ্নিত করার জন্য আমি অপেক্ষা করছি।’
২০১২ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন পাইবাস। পাকিস্তান জাতীয় দলের সঙ্গে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কাঠামোর মধ্যে বেশ কয়েকটির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন — যার মধ্যে রয়েছে ২০১৩ সালে ক্রিকেট পরিচালক, ২০১৮ সালে হাই-পারফরম্যান্স পরিচালক এবং ২০১৯ সালে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ।