ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

যেকোনো সময় যুদ্ধবিরতি ভাঙতে পারেন নেতানিয়াহু

যেকোনো সময় যুদ্ধবিরতি ভাঙতে পারেন নেতানিয়াহু

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতি নিয়ে ইরানের সামরিক প্রধান আব্দোররহিম মৌসাভির সন্দেহকে অমূলক মনে করছেন না সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবারদা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অতীত কর্মকাণ্ডে স্পষ্ট তিনি যুদ্ধবাজ মনোভাবের। শুধু ইরানের ওপর নয়, তিনি ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার ভূখণ্ডেও সামরিক হামলা চালিয়েছেন। সম্প্রতি লেবাননে বোমাবর্ষণ এবং সিরিয়ার ভেতরে অভিযান তারই প্রমাণ।

আলাবারদা আরও বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যাপ্তভাবে ইসরায়েলি হামলা প্রতিরোধে সক্ষম হয়নি। এই দুর্বলতা নেতানিয়াহুকে নতুন করে আক্রমণের দিকে ধাবিত করতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ইরানের আকাশপথ এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য উন্মুক্ত থাকার বিষয়টি নেতানিয়াহুর কাছে একটি কৌশলগত সুযোগ হিসেবে দেখা দিচ্ছে।

ইরানের আশঙ্কা, নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন আক্রমণ শুরু করতে পারেন। এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেন আলাবারদা।

যুদ্ধবিরতি,নেতানিয়াহু,ইসরায়েল,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত