ঢাকা শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সুযোগের অপেক্ষায় সাইফউদ্দিন

সুযোগের অপেক্ষায় সাইফউদ্দিন

‘এমন কঠিন ক্যাম্প আগে করিনি’, অনুশীলন প্রসঙ্গে সাইফউদ্দিন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলছে গলে। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে সম্ভাব্য দলে থাকা বা তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে গেল দিন দশেক ধরে মিরপুরে চলছে অনুশীলন। সেই অনুশীলনে রয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। সবশেষ ডিপিএলে মাঠের ক্রিকেটে দেখা গিয়েছিল সাইফকে। এবার চলমান ক্যাম্পেও রয়েছেন। গতকাল শুক্রবার মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে জানান, এবারের ক্যাম্প অন্যবারের থেকে অনেক কঠিন হচ্ছে। এছাড়া চট্টগ্রামে দুটি অনুশীলন ম্যাচ খেলতে এই অলরাউন্ডারও যাচ্ছেন। সাইফউদ্দিন বলছিলেন, ‘প্রথমত আমাদের এখানে ফিটনেসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম কঠিন ক্যাম্প এর আগে আর করিনি। ফিল্ডিং, বোলিং, রানিং, জিম, ব্যাটিং, স্কিল সবকিছুই একদম সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুশীলন থাকে।’ ‘প্রথমে কিছুটা কষ্ট হয়েছিল, তারপর আমরা মানিয়ে নিয়েছি। আমরা চট্টগ্রামে যাচ্ছি পঞ্চাশ ওভারের দুটো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য, সামনে শ্রীলঙ্কায় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আছে। এই লক্ষ্যেই আমরা আজকে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রাম যাচ্ছি।’-যোগ করেন তিনি।

ভালো খেলে নির্বাচকদের নজরে আসার কথা জানালেন সাইফউদ্দিন, ‘যেসব জায়গায় ব্যাটিং-বোলিংয়ে ঘাটতি ছিল, সেগুলো নিয়ে এখানে কাজ করেছি। যেসব জায়গায় উন্নতি করা দরকার সেগুলো নিয়ে কাজ করেছি। আমরা এখন চট্টগ্রাম যাচ্ছি ম্যাচ খেলতে। ম্যাচের মধ্যে স্কিল বাড়ানোর খুব একটা সুযোগ নেই। তবে আমরা ম্যাচ দুটোতে মনোযোগ দিচ্ছি। সবার জন্য এটা একটা সুযোগ, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, ভালো খেলে আবার নির্বাচকদের নজরে আসার।’ পরে নিজের ফিটনেস নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমরা সদ্য ডিপিএল শেষ করেছি। ১৪টা ম্যাচ খেলেছি। ফিট না থাকলে এতগুলো ম্যাচ খেলা সম্ভব হতো না। আমার লক্ষ্য থাকবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই নিজেকে উজাড় করে দেওয়া। সুযোগের অপেক্ষায় আছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত