
নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল। স্থান পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার।
তাদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নাম থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ সাকিব আল হাসানের! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। তার জন্য দেশি-বিদেশি মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। বাংলাদেশ থেকে তালিকায় স্থান পাওয়া সাতজনই আবার বোলার।
গতকাল মঙ্গলবার বিসিসিআইয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ মৌসুমের মিনি নিলামের জন্য ১ হাজার ৩৯০ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৩৫০ জনকে রাখা হয়েছে চূড়ান্ত তালিকায়। যার মধ্যে ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার। নিলামে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটারকে দলে ভেড়ানো যাবে। সেখানে বিদেশি খেলোয়াড়দের জন্য খালি আছে ৩১টি স্লট।
৩০ বছর বয়সী মোস্তাফিজুরকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির ক্যাটাগরিতে। যেখানে আছেন আরও ৪০ জন ক্রিকেটার। পাঁচটি দলে খেলা এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। বাংলাদেশের পাঁচ ক্রিকেটার ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন। তারা হলেন- লেগস্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।
অন্যদিকে, ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে রাখা হয়েছে ৩০ লাখ রুপির ক্যাটাগরিতে। যার অন্তর্ভুক্তি চমকের জন্ম দিয়েছে।