ঢাকা শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

মেসির আইকনিক জার্সি এখন ইয়ামালের

মেসির আইকনিক জার্সি এখন ইয়ামালের

বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি ঐতিহ্যে ভরপুর। বিশ্বের অনেক কিংবদন্তি ফুটবলার এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। দীর্ঘদিন জার্সিটি পরে খেলেছেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন মহাতারকা ক্লাব ছাড়ার পর আইকনিক এ জার্সিটি পান আনসু ফাতি। ফাতি বার্সেলোনা থেকে ধারে মোনাকোয় যোগ দেন। এরপর থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন কবে ১০ নম্বর জার্সিটি পাবেন লামিনে ইয়ামাল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। আগামী মৌসুম থেকে কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সি পরবেন এই তরুণ স্প্যানিশ সেনসেশন।

একটি অনুষ্ঠানের মাধ্যমে গত বুধবার ইয়ামালের হাতে ১০ নম্বর জার্সি তুলে দেয় বার্সেলোনা। এদিন ১৮ বছর বয়সী এই উইঙ্গারের সঙ্গে চুক্তির বাকি আনুষ্ঠানিকতা সারে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করে বার্সেলোনা। কিন্তু তখন আনুষ্ঠানিক কোনো ছবি তোলা হয়নি। গণমাধ্যমে ওই সময় খবর বেরিয়েছিল, ইয়ামালের দাদি উপস্থিত থাকতে পারেননি বলে এমনটা করা হয়। তরুণ এই তারকার কাছে দাদির অবস্থান অনেক উঁচুতে। পরিবারের সবাইকে নিয়ে গত বুধবার বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি উদযাপন করেন ইয়ামাল। ২০০৮ সালে থেকে ২০২১ সালে পিএসজিতে যাওয়ার আগ পর্যন্ত বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি পরেছিলেন লিওনেল মেসি।

কাম্প নউয়ের কিংবদন্তি হয়ে ওঠেন আর্জেন্টাইন মহাতারকা। বার্সেলোনার ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রাখেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। মেসি ছাড়াও এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি এক সময় পরেছিলেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদোর ও রোমারিওর মতো কিংবদন্তিরা। মেসি ক্লাবটি ছাড়ার পর জার্সিটি পেয়েছিলেন আনসু ফাতি। কিন্তু চোটের থাবায় দলে নিয়মিত হতে পারেননি তিনি। গত মাসে ধারে মোনাকোয় যোগ দেন স্প্যানিশ ফরোয়ার্ড। এবার আইকনিক জার্সিটি পেয়ে গর্বের শেষ নেই ইয়ামালের। ‘ছোটবেলায় আমার স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, এই ক্লাবটিতে বেড়ে ওঠা এবং ১০ নম্বর জার্সটি পরে খেলা। বার্সেলোনায় জন্ম নেওয়া সব শিশুই এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে ছাপ রেখেছেন, আমি আমার ছাপ রাখব।’ গত রোববার ১৮ বছর পূর্ণ করেন ইয়ামাল। এই বয়সেই বার্সেলোনার তারকা হয়ে উঠেছেন তিনি। ক্লাবটির হয়ে গড়েছেন অসংখ্য রেকর্ড ও কীর্তি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা বার্সেলোনার জার্সিতে ১০৬ ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। ক্লাবটির হয়ে লা লিগা জয়ের পাশাপাশি কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। স্পেনের হয়ে পেয়েছেন ইউরো জয়ের স্বাদ। বার্সেলোনায় এটা হবে ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় তার জার্সি নম্বর ছিল ৪১। পরের মৌসুমে পান ২৭ নম্বর জার্সি এবং গত বছর তিনি খেলেন ১৯ নম্বর জার্সি পরে। বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পাওয়ার আগে মেসির জার্সি নম্বরও ছিল ১৯। কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সি পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছে ইয়ামাল বললেন, ‘আমার চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা হয়নি। এখন এগুলো জেতা আমার লক্ষ্য।’ ইয়ামালের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় নিজের ছোট ভাইয়ের সঙ্গে বসে কথা বলছেন ইয়ামাল। তার ভাই নিচে বসে টেবিলের ওপর কাগজে কিছু একটা আঁকছে, ইয়ামাল সোফায় বসে। টেবিলের ওপর রাখা কাগজে বার্সার তিনটি ১০ নম্বর জার্সির ছবি আঁকা। এ সময় ইয়ামাল তার ভাইকে বলেন, ‘এই জার্সি পরে শুধু ভালো খেললে হবে না।’ টেবিল থেকে বার্সার জার্সির ছবি আঁকা একটি কাগজের টুকরো তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘কেউ কেউ ইতিহাস গড়েছেন (১০ নম্বর জার্সি পরে)।’ এরপর আরেকটি কাগজের টুকরো তুলে নিয়ে ইয়ামাল বলেন, ‘অন্যরা আনন্দ পেয়েছেন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত