ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি

চীনে সেমিফাইনালে বাফুফে একাডেমি

শ্রীলঙ্কায় পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের কিশোররা। একই বয়সি আরেকটি দল চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও সেমিফাইনালে উঠেছে। গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সাংহাই ইয়ারপু অনূর্ধ্ব-১৭ দলকে ১-৩ গোলে হারিয়েছে বাফুফে একাডেমি দল। বাফুফে একাডেমি দলের ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, ‘আজ সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম।

আশা করি আমাদের জয় ধারা অব্যাহত থাকবে।’ গতকাল ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সাংহাইয়ের দল সমতা আনে। তাহসান ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেন। এতে বাংলাদেশ ৩-১ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে। এর আগে বাফুফে একাডেমি দল চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় একাডেমি দল।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক মহিলা দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনই বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত