
সামনের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামাল। চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পর থেকে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি ইয়ামাল। এই সময়ে তিনি খেলতে পারেননি ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রিয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে। লা লিগায় আগামীকাল রোববার রিয়াল সোসিয়েদাদ ও চ্যাম্পিয়ন্স লিগে বুধবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে শুক্রবার সামাজিক মাধ্যমে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও পোস্ট করে ১৮ বছর বয়সি ইয়ামাল ছোট্ট করে লিখেছেন, ‘আমি ফিরে এসেছি।’ চোটে পড়ার আগে মৌসুমের শুরুটা বেশ ভালো করেন ইয়ামাল। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন দুটি করে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে সতীর্থদের তিনটি গোলে সহায়তা করেন বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে। তবে ওই দুই ম্যাচে তাকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর সমালোচনা করেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে স্পেন দলে যোগ দিয়েছিলেন ইয়ামাল। জাতীয় দলের সঙ্গে থাকাকালীন সমস্যাটা আরও বেড়ে যায়। স্পেন দল ঠিকমতো তার যত্ন নেয়নি বলে অভিযোগ তোলেন ফ্লিক। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ইয়ামাল ফিরলেও আক্রমণভাগের আরেক তারকা রাফিনিয়াকে নিয়ে জেগেছে শঙ্কা। তার ফিটনেস নিয়ে রয়েছে সংশয়। গত বৃহস্পতিবার ওবিয়েদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন ফ্লিক। পরে বার্সেলোনা কোচ বলেন, সতর্কতার অংশ হিসেবে সিদ্ধান্তটি নিয়েছিলেন এবং গুরুতর কোনো চোট নয় বলে ধারণা করছেন তিনি। গতকাল শুক্রবার পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার। চোটের কারণে আগে থেকে বাইরে আছেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও মিডফিল্ডার গাভি। গত রোববার চোট পেয়ে ছিটকে যান আরেক মিডফিল্ডার ফের্মিন লোপেস। অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বালেদ।