
আলোচনা-সমালোচনা ছাপিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের কার্যক্রম। গতকাল শনিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ কার্যক্রম চলেছে। তফসিল অনুযায়ী, এদিন ছিল মনোনয়ন সংগ্রহের একমাত্র দিন। প্রতিটি মনোনয়ন পত্রের দাম ১০ হাজার টাকা করে। অনেক প্রার্থী সশরীরে এসে মনোনয়ন নিয়েছেন। অনেকে নিজে না এসে পক্ষের কাউকে দিয়ে মনোনয়ন নিয়েছেন। বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল ও সাবেক সভাপতি ফারুক আহমেদসহ ২৩ পরিচালক পদের বিপরীতে ৬০ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি ২ পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি নির্বাচিত করবে।
ক্যাটাগরি ১ : জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। জেলার ভিত্তিতে হিসাব করলে ঢাকা থেকে তিনজন, চট্টগ্রাম থেকে পাঁচজন, খুলনা থেকে তিনজন, রাজশাহী থেকে চারজন, সিলেটের তিনজন, রংপুরের ছয়জন ও বরিশাল একজন মনোনয়ন নিয়েছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১০ জন।
ক্যাটাগরি ২ : ঢাকার ক্লাব। এই ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৩২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন ১২ জন।
ক্যাটাগরি ৩ : বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা। এই ক্যাটাগরি থেকে মনোনয়ন নিয়েছেন তিনজন। এই ক্যাটাগরি থেকে পরিচালক হবেন একজন।
আলোচিতদের মধ্যে মনোনয়ন কিনেছেন তামিম ইকবাল, আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ। তারা কেউই মনোনয়ন কিনতে হাজির হননি। তাদের পক্ষে মনোনয়ন তোলা হয়েছে।
এছাড়া, বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু ও বাংলাদেশ দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট মনোনয়ন তুলেছেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী আসিফ আকবরও কিনেছেন পরিচালক পদে নির্বাচনের মনোনয়ন। ঢাকা বিভাগ থেকে কিনেছেন নাজমুল আবেদীন ফাহিম ও রেদোয়ান ফুয়াদ। তফসিল অনুযায়ী, ২৮ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৬ অক্টোবর হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।