ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আফগানিস্তানের বিপক্ষে দল ঘোষণা

জাকের আলিই অধিনায়ক ফিরলেন সৌম্য সরকার

জাকের আলিই অধিনায়ক ফিরলেন সৌম্য সরকার

চোটের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি অধিনায়ক লিটন দাস। ম্যাচ দু’টিতে এই উইকেটরক্ষক বাটারের অভাব ভালোভাবেই টের পেয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে সুযোগ পেয়েও ব্যাটারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। লিটনের অনুপোস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন জাকের আলি। আপাতত মাঠে ফেরা হচ্ছে না লিটন দাসের। তার ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে আরও। আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে পড়লেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তার পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনের জায়গায় স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের দল থেকে আফগানদের বিপক্ষে পরিবর্তন এই একটিই। সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারেননি লিটন। সেটিই তাকে বাইরে রাখছে আরও একটি সিরিজে। টি-টোয়েন্টি সিরিজ শেষে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে বাংলাদেশ। সেই সিরিজে লিটন খেলতে পারবেন কি না, তা জানা যাবে পরে।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, এমআরআই স্ক্যান করিয়ে লিটনের অ্যাবডমিনাল পেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার পুনর্বাসন চলবে ও তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, ‘সে (লিটন) এশিয়া কাপের শেষ দুটি ম্যাচে সাইড স্ট্রেনে ব্যথার কারণে খেলতে পারেননি। এমআরআই স্ক্যানে দেখা গেছে তার লেফট এবডমিনাল মাসলে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং পর্যবেক্ষণে রাখবে।’ দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে। ৩২ বছর বয়সি বাঁহাতি ব্যাটার সর্বশেষ এশিয়া কাপে ছিলেন না দলে। এবার তাকেই নেওয়া হয়েছে একমাত্র পরিবর্তন হিসেবে। বাকি ১৫ জন খেলোয়াড় একই আছেন যাদের নিয়ে বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপে। সৌম্য সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজ সফরে। ৩২ বছর বয়সি ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ৮৭ টি-টোয়েন্টি। সর্বশেষ ৩০ ইনিংসে তার ফিফটি নেই। চলতি জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে গত শুক্রবার ৩৪ বলে ৬৩ রানের ইনিংস খেলেন তিনি। দল ঘোষণার আগে গতকাল রোববার করেন ৩৩ বলে ৪৫। শারজায় ২, ৩ ও ৫ অক্টোবর তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে আফগানিস্তান সুপার ফোরে উঠতে পারেনি। বাংলাদেশ খেললেও কেবল হারাতে পারে শ্রীলঙ্কাকে। ফাইনালে ওঠার সুযোগ থাকলেও পাকিস্তান ও ভারত কাউকেই বাংলাদেশ হারাতে পারেনি। যেভাবে দল শেষ দুই ম্যাচ খেলেছে তাতে প্রবল সমালোচনা হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি তাই বাংলাদেশের জন্য কঠিনই হতে যাচ্ছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : জাকের আলি (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম আহমেদ সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, সৌম্য সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত