ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কোচিং স্টাফ রেখেই দুবাই গেলেন অর্পিতারা

কোচিং স্টাফ রেখেই দুবাই গেলেন অর্পিতারা

জর্ডানে এএফসি এশিয়ান নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই উতরে মূল পর্বে যাওয়ার লক্ষ বাংলাদেশের মেয়েদের। সেই লক্ষ্য সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রীতি ম্যাচ খেলবেন তারা। গতকাল রোববার সকালে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল। তিনজন কোচিং স্টাফের ভিসা না হওয়ায় তারা দলের সঙ্গে যেতে পারেননি।

দলের সব খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা হয়নি। গতকাল রোববার আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। আগামী-পরশু ভিসা পেলে কোচিং স্টাফের তিন জন রওনা হবেন। এর আগে সম্প্রতি ক্রিকেটার সৌম্য সরকার আফগানিস্তান সিরিজে দলে ডাক পেলেও ভিসা জটিলতার জন্য যেতে পারেননি।

৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং দুবাইয়ের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন অর্পিতারা। দুটি ম্যাচই হবে মরুর বুকে দুবাই শহরে। সেখান থেকেই ১০ অক্টোবর জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান ছাড়াও গ্রুপের অন্য দলটি শক্তিশালী চাইনিজ তাইপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত