ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিউজিল্যান্ড ম্যাচের আগে স্বস্তি বাংলাদেশের

নিউজিল্যান্ড ম্যাচের আগে স্বস্তি বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়ায় যে শঙ্কা তৈরি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের তরুণ পেস বোলার মারুফা আক্তার এখন সম্পূর্ণ সুস্থ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত। দলের ম্যানেজার এসএম গোলাম ফাইয়াজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, মারুফার কোনো চোট নেই এবং তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তার সুস্থতার জন্য কোনো স্ক্যানের প্রয়োজনও হয়নি বলে জানান তিনি। এদিকে, নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনও মারুফার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার বিশ্রামে থাকলেও আগামীকাল শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবেন এই পেসার।

তিনি বলেন, ‘মারুফা শেষদিকে বল করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তখন ঝুঁকি নিতে চায়নি দল। ও এখন ফিট আছে, পরের ম্যাচে খেলবে ইনশাআল্লাহ।’ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাত্র পাঁচ ওভার বল করে ২৮ রানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন মারুফা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত