ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

শেষ মুহূর্তে হংকংয়ের কাছে হার বাংলাদেশের

হামজা চৌধুরীর অসাধারণ নৈপুণ্যে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে স্বপ্নের মতো শুরু করেছিল। তার ডান পায়ের বাঁকানো ফ্রি কিকে বল চোখের পলকে হংকং চায়নার জাল কাঁপায়। এগিয়ে যাওয়ার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে উঠল গ্যালারি। কিন্তু শেষ পর্যন্ত এই উল্লাস ধরে রাখতে পারেনি তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন সামিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলামদের বেঞ্চে রেখে ম্যাচের একাদশ সাজান হাভিয়ের কাবরেরা। ষষ্ঠ মিনিটেই ভালো সুযোগ পায় হংকং।

বাম দিক দিয়ে বক্সে ঢুকে ম্যাট অরের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর বক্সের বাইরে থেকে রাকিবের শট সরাসরি যায় গোলকিপারের কাছে। ত্রয়োদশ মিনিটে গ্যালারিতে বয়ে যায় আনন্দের বন্যা। বক্সের বাম দিক থেকে হামজার চোখধাঁধানো বাঁকানো ফ্রি কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে চোখের পলকে জালে জড়ায়। চলতি বাছাইয়ে বাংলাদেশের এটা দ্বিতীয় গোল। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে প্রথম গোলটি করেছিলেন রাকিব। লাল-সবুজের জার্সিতে এ নিয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে জাতীয় স্টেডিয়ামেই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত গোলের খাতা খোলেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে।

২১তম মিনিটে সোহেল রানা জুনিয়রের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।

৩৯তম মিনিটে এভারতন কামারগোর শট আটকাতে ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল। তবে বল বেরিয়ে যায় দূরের পোস্টের বাইরে দিয়ে। একটু পর হামজার ব্যাক পাসে সোহেল রানা জুনিয়রের শট হয় লক্ষ্যভ্রষ্ট। হংকং ৪২তম মিনিটে বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। খানিক পরেই তাদের হতাশা ঘুঁচে যায়। যোগ করা সময়ে কর্নার ক্লিয়ার করতে একের পর হেডে চেষ্টা করতে থাকেন বাংলাদেশের ডিফেন্ডাররা। এক পর্যায়ে ফয়সাল আহমেদ ফাহিমের হেডে বল চলে যায় ফাঁকায় এভারতনের পায়ে। সহজ টোকায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড। অদ্ভূতূড়ে গোল হজম করে ক্ষোভ উগরে দেন হামজা। বল কুড়িয়ে স্বজোরে মেরে মাঝমাঠে পাঠিয়ে দেন তিনি। এরপরই বাজে বিরতির বাঁশি।

দ্বিতীয়ার্ধের শুরুতে হংকং লিড নেয়। ৫০ মিনিটে মোহাম্মদ সোহেল রানার ভুল পাস থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে সোহেল ব্যাক পাস দেন মিতুলের উদ্দেশ্যে। কিন্তু বলে গতি না থাকায় রাফায়েল মার্কিয়েজ দ্রুত এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে সহজেই স্কোরলাইন ২-১ করেন। শেষ দিকে খেলায় উত্তেজনা ফেনার মোরসালিন। তার গোলে ব্যবধান হয় ২-২। যোগ করা সময়ে আরও একটি গোল করেন মোরসালিন। ফলে সমতায় ফেরায় বাংলাদেশ (৩-৩)। শেষ বাঁশি বাজার আগে গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং চায়না। এতে বাংলাদেশ ৩ গোল করে এবং হংকং চায়না ৪ গোল করে।

২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের অন্য দুটি দল ভারত ও সিঙ্গাপুর মুখোমুখি হয়েছিল ভারতের মাটিতে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। তিন ম্যাচে ভারতের ২ পয়েন্ট, সিঙ্গাপুরের ৫। দুই ম্যাচে বাংলাদেশের ১, হংকংয়ের ৬।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত