ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ওয়ার্ল্ড টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন

ওয়ার্ল্ড টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় বালক এককে সেরা হয়েছেন বাংলাদেশের জারিফ আবরার। ফাইনালে তিনি হারিয়েছেন থাইল্যান্ডের প্রতিযোগীকে। রাজশাহী টেনিস কমপ্লেক্সে বালক এককের ফাইনালে জারিফের সঙ্গে প্রতিযোগিতার শীর্ষ বাছাই থাইল্যান্ডের নাপাত পাত্তানালারথান পেরে ওঠেননি।

৭-৬(৩), ৬-৪ গেমে জারিফ জিতে নেন ম্যাচ। আইটিএফ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ গ্রুপে এই প্রথম বাংলাদেশের কোনো খেলোয়াড় চ্যাম্পিয়ন হল।

বালিকা এককে চিনের ঝিজি ইয়াং ৭-৫, ৩-৬, ৬-৩ গেমে মালদ্বীপের আরা আসাল আজিমকে হারিয়ে সেরা হয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত