
জাতীয় যুব প্যারা গেমসের আসর শেষ হয়েছে। গতকাল শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অ্যাথলেটিকসে বালকদের টি ১১ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে আমানুল্লাহ, টি ২০ মেয়েদের এই ইভেন্টে সাচ্চু, বালিকাদের ৫০ মিটারে তাহমিনা, ১০০ মিটারে চৈতী, বালকদের ৫০ মিটার ডিসিতে তামিম, বালকদের টি ১১ বিভাগের ১০০ মিটারে সালমান, বালকদের টি ২০ বিভাগের ১০০ মিটারে কাইয়ুম, বালকদের টি ২০ বিভাগের ১০০ মিটারে অনিক, বালকদের শটপুটে শহিদুল্লাহ স্বর্ণ জিতে নেয়।
বালিকাদের ডিসি বিভাগের ১০০ মিটারে স্নেহা, বালকদের এই বিভাগে সুমন খান, বালকদের ডিসি বিভাগের ১০০ মিটারে ইমাম, টি ২০ বিভাগের ১০০ মিটারে আরিয়ান, টি ২০ বিভাগের ১০০ মিটারে সাচ্চু স্বর্ণপদক জিতেছে। প্যারা তায়কোয়ান্দোতে জান্নাতুল নাইম, বালকদের কে ৪৩ বিভাগে সুমন, কে ৪৪ বিভাগে সোহেল মিয়া, কে ৪৪ বিভাগের ৬৭ কেজিতে পারভেজ মিয়া, বালিকাদের কে ৪৪ বিভাগে নাসরিন স্বর্ণপদক জিতে নিয়েছে। খেলা শেষে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বংলাদেশের (এনপিসি) সহসভাপতি মোস্তফা কামাল শাহিনের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। এনপিসির সদস্য হেদায়েতুল আজিজের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল।