
ঘরের মাঠে বাগে পেয়েও শেষ মুহূর্তের গোলে হারের বেদনায় নীল হয়েছেন হামজা চৌধুরী-সামিত সোমণ্ডজামাল ভূঁইয়ারা। এবার হংকংয়ের মাঠে তাদেরকে মোকাবিলার চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজ দল। বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে ম্যাচটি। টি স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকং জিতেছিল ৪-৩ ব্যবধানে। নাটকীয় ম্যাচে দুই দলের শেষ দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ের শেষ মিনিটে। শক্তিতে বাংলাদেশের চেয়ে হংকং এগিয়ে। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে পূর্ব এশিয়ার দেশটি। মাঠের লড়াইয়েও বারবার এই পার্থক্য প্রমাণ করেছে হংকং। বাংলাদেশের কাছে কখনো মাথা নত করেনি তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীতেই যেন বদলে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চেহারা। সঙ্গে কানাডা প্রবাসী সামিত সোম ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামকে পেয়ে দলটি যেন হয়ে উঠেছে সোনায় সোহাগা। দুর্দান্ত হয়েছে লাল সবুজদের মাঠের পারফরম্যান্স। সাম্প্রতিক সময়ে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সই তা বলে দেয়। তাইতো হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেতা বলেই আখ্যা দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। কোচের এমন আত্মবিশ্বাসের মূল ভিত্তি হল হামজা চৌধুরীর দুর্দান্ত গতিতে খেলার কৌশল। হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে সেটপিস থেকে হামজার দর্শনীয় এক গোলেই ১-১ ব্যবধানে সমতা এনেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে সামিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম ও জায়ান আহমেদ নামার পর যে গতি এসেছিল দলে, তাতে একাদশ নিয়ে কোচের মতের সমালোচনায় মুখর ছিলেন ফুটবলপ্রেমিরা।
বাংলাদেশের ফুটবলামোদীরা পাঁচদিন আগে ঢাকায় হওয়া ম্যাচটি মনে রাখবেন দীর্ঘ সময়। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের রোমাঞ্চর ম্যাচগুলোর তালিকায় ওপরের দিকেই থাকবে ঢাকার এই ম্যাচটি। বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশ ম্যাচটি হেরেছে কিছু ভুলের জন্য। কোচের একাদশ গড়া থেকে যে ভুল শুরু হয়েছিল তার পরিণতি ছিলে শেষ হওয়ার আগ মুহূর্তেও। ইনজুরি সময়ে গোল করে নাটকীয়ভাবে ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে ৩০ সেকেন্ডের মধ্যেই হতাশার গল্প লিখে ফেলেন বাংলাদেশের ফুটবলাররা। কোচের উদাসীনতা ও রক্ষণের আমার্জনীয় ব্যর্থতায় বাংলাদেশের গৌরবের একটি পয়েন্ট হাতছাড়া হয়।
তাই ঢাকা ম্যাচ থেকে কোনো শিক্ষা নেবেন কোচ ক্যাবরেরা? ঢাকার ম্যাচের পর সমালোচনার সব তীর ছুটেছে ক্যাবরেরার দিকে। দেশের কোচ, সাবেক-বর্তমান ফুটবলাররা তীব্র সমালোচনা করেছেন কোচের কৌশলের। এমন কি তৃতীয় গোলের পর বাংলাদেশের খেলোয়ড়রা ও কোচিং স্টাফ যেভাবে উদযাপন করেছেন সেটা অপেশাদারিত্বের ছাপ ছিল বলেই অনেকে মন্তব্য করছেন।
কারন ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ গোলে ড্রয়ের দিকেই ম্যাচ শেষ করছিল স্বাগতিক বাংলাদেশ। শেষ মূহূর্তে ডিফেন্ডারদের ভুলে গোলটি হজম না করলে জয় সমতুল্য ড্র নিয়েই হয়তো মাঠ ছাড়তে পারতেন হামজারা। লাল সবুজের দলের জন্য সুসংবাদ হলো, ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন অভিজ্ঞ সেন্টার ডিফেন্ডার তপু বর্মণ। আজ ম্যাচের শুরু থেকেই তিনি খেলার জন্য প্রস্তুত রয়েছেন, যা রক্ষণভাগে দলকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। দলের খেলোয়াড়রা ঘরের মাঠে হওয়া ভুলগুলো হংকংয়ের মাটিতে আর পুনরাবৃত্তি করতে চান না। তারা এশিয়ান কাপ বাছাইয়ের দৌড়ে টিকে থাকতে এই ‘ডু অর ডাই’ ম্যাচে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী।
নতুন পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চার দিন আগেই হংকংয়ে গেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে বাংলাদেশকে মানহীন মাঠে অনুশীলন করতে দিয়েছে স্বাগতিক হংকং-এমনটাই অভিযোগ ছিল ফুটবলারদের। ঢাকার মাঠে জিতে যাওয়া হংকং এবার নিজেদের মাঠে খেলবে। স্বাগতিক দর্শক, স্বাগতিক সব সুবিধাই তারা পাবে। তারপরও আজ আরও একবার লড়াই করে জেতার মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এটি হবে দুই দলেরই চতুর্থ ম্যাচ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ।