
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ দুই আসরে দুবারই শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। অথচ আসন্ন বিপিএলে দলটির অংশগ্রহণ করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কেননা আগামী ডিসেম্বরে বিপিএল চান না দলটির কর্ণধার মিজানুর রহমান। মূলত বিসিবি নির্বাচন, সেই নির্বাচনে ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমানের ভোটাধিকার হারানো, বরিশাল অধিনায়ক এবং দলটির অবিচ্ছেদ্য অংশ তামিম ইকবালের নির্বাচন বর্জনসহ নানা কারণে বিপিএলে অংশ না নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বরিশালের। তবে সেই গুঞ্জন ‘কিছুটা’ উড়িয়ে দিয়েছেন মিজানুর। ডিসেম্বরে বিপিএল না হয়ে আরও কয়েকমাস পরে হলে এবারের আসরে অংশগ্রহণ না করার কোনো কারণ দেখছেন না তিনি। যদিও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ডিসেম্বরেই আয়োজিত হবে ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগটির ১২তম আসর।
সম্প্রতি ক্রিকবাজে দেওয়া এক সাক্ষাতকারে মিজানুর বলেন, ‘আমি বলিনি আমরা বিপিএলে খেলব না, যদি সময়টা বদলায়, তাহলে অবশ্যই খেলব। কারণ আমরা সবসময় ক্রিকেটের সঙ্গেই ছিলাম, বাইরে না। আমি যা বলেছি, তা হলো, এই অল্প সময়ের মধ্যে আমাদের মতো একটি দলের জন্য খেলাটা কঠিন হবে।’