ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে ২৪ ম্যাচ

সরাসরি বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে ২৪ ম্যাচ

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলবে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এরপর থেকেই বাংলাদেশের অনেক সংবাদমাধ্যম বিশ্বকাপে খেলার জন্য বাংলাদেশের বাছাই পর্ব খেলতে হবে বলে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরে এসেছে এসব প্রতিবেদন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত