
বহুল কাঙ্ক্ষিত মেয়েদের ফুটবল লিগ শুরু হচ্ছে আজ। এবারের আসরে ১১টি ক্লাব অংশ নিচ্ছে। এগুলো হলো- নাসরিন স্পোর্টস একাডেমি, পুলিশ ফুটবল ক্লাব, আর্মি স্পোর্টস ক্লাব, বিকেএসপি, আনসার, সদ্যপুস্করনি যুব স্পোর্টিং ক্লাব, কাচারিপাড়া একাদশ, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে তিনটায় আর্মি ও পুলিশ এবং সন্ধ্যা পৌঁনে ছয়টায় মুখোমুখি হবে বিকেএসপি ও নাসরিন স্পোর্টস একাডেমি। প্রত্যেকটি দল দশটি করে ম্যাচ খেলবে। মোট ৫৫টি খেলা অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারির মধ্যে শেষ হবে লিগের খেলা। বয়সভিত্তিক ফুটবলারদের প্রাধান্য দিতে ম্যাচে ফুটবলার খেলানোর বাধ্যবাধকতা থাকছে। অনেক দলই বিদেশি ফুটবলারদের দলে টেনেছে। সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।