ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রোনালদোর জোড়া গোলে আল-নাসরের ইতিহাস

রোনালদোর জোড়া গোলে আল-নাসরের ইতিহাস

সৌদি প্রো লিগে আল আখদাউদের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর। সেই ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একটি গোল করেছেন জোয়াও ফেলিক্স। স্থানীয় সময় গত শনিবার আল নাসরের ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমার্ধে দুটি গোলের দেখা পান রোনালদো। আর ফেলিক্স গোলটি করেন দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। এই পারফরম্যান্সে লিগে ১০ ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেয়েছে আল নাসর। যা কিনা নতুন ইতিহাস। টেবিলের দুইয়ে থাকা আল হিলালের চেয়ে আল নাসর এগিয়ে ৪ পয়েন্ট।

ম্যাচ হারলেও আল আখদাউদ শুরুটা করেছিল ইতিবাচক। আল নাসরের হাই ডিফেন্স লাইনকে পরাজিত করার লক্ষ্যেই খেলতে থাকে। কিন্তু স্বাগতিক দল, যারা কিনা মাত্র ৫ গোল হজম করেছে লিগে। আটকে রাখতে সমর্থ হয় প্রতিপক্ষকে। ১৬ মিনিটেই গোলের দেখা পেয়ে গিয়েছিল আল নাসর। রোনালদোর শট ক্রসবারের নিচে লেগে গোললাইন স্পর্শ করেছে বলে মনে হলেও অফসাইডে সেটি বাতিল হয়ে যায়।

খালেদ নারেই আল নাসরের সামনে বেশ কয়েকবার হুমকি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু শেষ পর্যন্ত গোলে পরিণত করতে পারেনি তিনি। এদিকে আল নাসর মাঠের সব বিভাগেই ধীরে ধীরে নিজেদের আধিপত্য বাড়াতে থাকে।

৩২তম মিনিটে সেট-পিস থেকে আল নাসর গোলের শুরু করে। জোয়াও ফেলিক্স ফ্রন্ট পোস্টে দুর্দান্ত একটি কর্নার নেন। যেখানে আবদুলেলাহ আল-আমরি হেড করে বলটি দূরের পোস্টের দিকে পাঠান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত