ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মোহামেডানের সেই ‘আতা ভাই’ আর নেই

মোহামেডানের সেই ‘আতা ভাই’ আর নেই

খেলোয়াড় কিংবা কোচ নন, এমনকি সংগঠকও না। তবুও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ। তবে ফুঠবল তথা সাদা-কালো পতাকার প্রতি ছিল নিঃস্বার্থ ভালোবাসা, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেই অন্তঃপ্রাণ সমর্থক মো. আতাউর রহমান (আতা ভাই) আর নেই।

গত বুধবার রাত ১১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার আতাউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার জামাতা মিতুল।

তিনি বলেন, ‘বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। কাল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি আমাদের ছেড়ে চলে যান।’ মৃত্যুকালে তিনি এক মেয়ে ও দুই নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন আতাউর। গত বুধবার রাতে শরীর বেশি খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত