প্রিন্ট সংস্করণ
০০:০০, ১১ অক্টোবর, ২০২৫
মহব্বতকে জীবনের লক্ষ্য মনে করিবে। আসল বস্তু অন্তঃকরণ, মহব্বত। দুই হাতে মহব্বত বিলাইতে থাক, তবেই তাঁহার দয়ার অধিকারী হইবে, তবেই আত্মার ‘লেটেন্ট’ শক্তি ‘পেটেন্ট’ হইয়া দাঁড়াইবে। (ভক্তের পত্র, খানবাহাদুর আহ্ছানউল্লা, পত্র সংখ্যা : ১৯১, পৃষ্ঠা : ১২২)।
প্রেম-বারি সিঞ্চিত হইলে মরু হৃদয়ও সবীবিত হয়। সমগ্র জীবের খেদমত কর, নিকৃষ্ট জীবকে ঘৃণা করিও না, পশু পক্ষীর প্রতি দয়া করিও, দরিদ্রের অশ্রুজল নিজের আঁচল দিয়া মছিয়া দিও, কার্য্যরে মধ্যে ক্ষুদ্র মহৎ গণনা করিও না, প্রেমময়ের ইয়াদ ব্যতীত একটি শ্বাসও নিক্ষেপ করিও না। (ভক্তের পত্র, খানবাহাদুর আহ্ছানউল্লা, পত্র সংখ্যা : ১৯৩, পৃষ্ঠা : ১২৩)।
বি. দ্র. লেখকের বানান হুবহু রাখা হয়েছে।