ঢাকা রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাফ ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ

সাফ ফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বপ্ন ছিল শিরোপা জয়ের। সেই স্বপ্নের লড়াইয়ে শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রুদ্ধশ্বাস এক ফাইনালে স্বাগতিক ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারলো লাল-সবুজের দল।

রোববার (১৮ মে) সন্ধ্যায় ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়া গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনালটি।

খেলার শুরুতেই যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের জন্য। দ্বিতীয় মিনিটেই মাঝমাঠ থেকে নেওয়া ভারতের অধিনায়ক শামির একটি দূরপাল্লার ফ্রিকিক বাংলাদেশের জালে ঢুকে পড়ে। গোলরক্ষক খান মুহাম্মদ নাবিল খান ঠিকঠাক অবস্থান নিতে না পারায় গোল হজম করতে হয় বাংলাদেশকে।

নির্ধারিত সময়ে বাংলাদেশের গোলদাতা জয় আহমেদ তৃতীয় শটে গোল করলে টাইব্রেকারে স্কোর লাইন দাড়ায় ৩-১। বাংলাদেশ শিরোপার প্রায় দোরগোড়ায়। কিন্তু তখনও যে নাটকীয়তা বাকি। ভারত তৃতীয় শটে গোল করে ব্যবধান ৩-২ করে। বাংলাদেশের হয়ে চতুর্থ শট নিতে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। যিনি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন। নিজে তিন গোল করেছেন আবার করিয়েছেন একাধিক। তার নেয়া শট পোস্টের উপর দিয়ে যায়। বাংলাদেশ খানিকটা চাপে পড়ে।

চতুর্থ শটে ভারত গোল করে ম্যাচে ৩-৩ এ সমতা আনে। পঞ্চম ও শেষ শট নেন শাহীন আহমেদ। তার নেয়া শট ভারতের গোলরক্ষক আটকে দেন। তখনই বাংলাদেশের পরাজয়ের শঙ্কা ভর করে। কারণ পঞ্চম ও শেষ শটে ভারত গোল করলেই চ্যাম্পিয়ন হবে তারা। বাংলাদেশের গোলরক্ষক মাহিন ভারতের শেষ শট আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তাতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে ভারত।

আবা/এসআর/২৫

সাফ ফাইনাল,বাংলাদেশ,হার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত